কোটি কোটি অনাহারী, অতৃপ্ত, মহামারি।
শাসক আত্নতৃপ্ত, প্রতিহিংসাপরায়ন।
অবহেলায় মানুষের মৌলিক অধিকার।
পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বৈশম্য।
সভ্যতার চাদরে বর্বর অসভ্যতা।
আলোর আড়ালে মেঘের তর্জন।
জন্মের মাঝেই হত্যার ত্রস্ততা।
বইয়ের বদলে অস্ত্র, রাজনীতি, চাদাবাজি।
চাষের ফসলে প্রাণঘাতি বিষ।
অসুধে বিষাক্ত কেমিক্যাল।
খাদ্যে ভেজাল-অখাদ্য, কুখাদ্য।
সুবিচার হয়েছে বন্দি, অসভ্য নীতি।
রক্ষক এখন ভক্ষক সবই শুধু চাপাবাজি।
মানুষ হয়ে গেছে অবিচারী, অমানুষ।